• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

বাংলাদেশকে পিসিবির আমন্ত্রণ


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০১৭, ১০:১৬ AM / ৩৭
বাংলাদেশকে পিসিবির আমন্ত্রণ

ঢাকারনিউজ২৪.কম:

লাহোরে সুষ্ঠভাবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল শেষ হওয়ার পরই গুঞ্জন উঠেছিল বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে পিসিবি। এবার সেটা সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তানে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ডন পত্রিকায়।

জুলাই-আগস্টে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তানের। তার আগে আসন্ন মে মাসে বাংলাদেশ দলকে পাকিস্তানে চায় পিসিবি। তারা বিশ্বাস করে বাংলাদেশ যদি পাকিস্তান সফরে যায় তাহলে সেটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ক্ষেত্রে বড় একটি দৃষ্টান্ত হবে।

শুধু বাংলাদেশ নয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশ কিছু দলকে সেখানে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে, কেনিয়া, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলা হওয়ার কারণে কোনো দলই শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যায়নি।

এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে কিভাবে সাড়া দেয়।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.১৫এএম/২৪//২০১৭ইং)