• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

পঞ্চবটি থেকে পোষ্ট অফিস মহাসড়কের দু’পাশে অবৈধ দোকান, প্রতিদিন যানজট


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১২:৩৩ AM / ৩৮
পঞ্চবটি থেকে পোষ্ট অফিস মহাসড়কের দু’পাশে অবৈধ দোকান, প্রতিদিন যানজট

নিজস্ব সংবাদাতা : ফতুল্লার পঞ্চবটি মোরসহ যমুনা মেঘনা তেলের ডিপোর সংলগ্ন এলাকা থেকে ফতুল্লা বাজার ও পোষ্ট অফিস পযর্ন্ত এলাকায় মহা সড়কের দুই পাশে অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে সড়কের পরিধি সরু হওয়ায় প্রতিদিন জানজট লেগেই থাকে। ফলে পথচারী ও পরিবহন চলাচলে ভোগান্তির শেষ নেই । এ যেন দেখার কেউ নাই। পবিত্র রমজান মাসে জানজটের কারনে ধর্মপ্রাণ মুসলামান মানুষ প্রতিদিনেই এই ভোগান্তি পোহাতে হয়।

এলাকা ঘুরে জানাযায়, ফতুল্লার পঞ্চবটির তেলের পাম্প ও যমুনা গেইট হতে পোষ্ট অফিস পযর্ন্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের দুই পাশে দখল করে রেখেছে অবৈধভাবে ফুটপাতে দোকান বসিয়ে দেধারছে ব্যবসা করে আসছে ভাসনা দোকানদারেরা । এতে একশ্রেনীর মানুষের পকেটভারী হচ্ছে। কিন্ত সড়কের ফুটপাত দিয়ে চলাচলে ভোগান্তিতে পরছে সাধারন পথচারীরা। ফতুল্লার মোস্তাফিজ সেন্টার হতে ফতুল্লা থানা গেইট সহ ফতুল্লা বাজার সড়কের পাশে স্থায়ী দোকানের সামনে অবৈধভাবে ফুটপাত দখল করে সড়কের দুইপাশে দোকান বসিয়ে সড়কটি সরু করেছে। এছাড়া সমবায় মাকের্ট লঞ্চঘাটসহ পোষ্ট অফিস পযর্ন্ত সড়ক দখল করে ফুটপাত দখল করে রেখেছে। এতে জনসাধারণের চলাচলে ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে । সড়কের পরিধি অবৈধ দোকানদারেরা ছোট করে রেখেছে ফলে এই মহা সড়কে জানজট লেগেই থাকে।এছাড়া পঞ্চবটি সড়কেও নিত্যদিনই জানজট লেগে থাকে। ফতুল্লা বাজারসহ এমনকি ফতুল্লা থানাগেইটের সামনেও সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসে নিত্যদিন ব্যবসা করে যাচ্ছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আযম পিপিএম জানান, সমাজের মুরুব্বী ও স্থানীয় রাজনীতিবিদরা এবং বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ সবাই এগিয়ে এলে ইনআশাল্লাহ রাস্তাটি দখল মুক্ত করা যাবে। কিন্তু শুধু পুলিশ দিয়ে দখলমুক্ত করলে অনেকেই আবার বলবে পুলিশ গরীবের পেটে লাত্তি মেরেছে। সুতরাং সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করেন আমি রাস্তার দুইপাশ দখল মুক্ত করে দেবো। পুলিশ সবসময় জনগনের পাশে থাকবে।