• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

ন্যাকের(NAAC) মূল্যায়নে ‘A’ গ্রেড পেলো কলকাতার মুরলীধর গার্লস কলেজ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:৪০ AM / ১৫৫
ন্যাকের(NAAC) মূল্যায়নে ‘A’ গ্রেড পেলো কলকাতার মুরলীধর গার্লস কলেজ

 

মহীতোষ গায়েন, কলকাতা : গড়িয়াহাটের মুরলীধর গার্লস কলেজ ইউজিসি স্বীকৃত ন্যাকের মূল্যায়নে ‘B++’ থেকে ‘A’ গ্রেডে উন্নীত হয়েছে ৷ ন্যাকের গ্রেড পাঁচ বছরের জন্য কার্যকর থাকে। স্বভাবতই কলেজের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত কলেজের সাফল্য নিয়ে ৷

কলেজের অধ্যক্ষ ডঃ কিঞ্জলকিনি বিশ্বাস ঢাকারনিউজকে বলেন, এই সাফল্য কলেজের পরিচালক সমিতি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল ৷আগামী ৫বছর ধরে এই কলেজে ‘এ’ গ্রেড বলবৎ থাকবে।