• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

নারীদের হেনস্থা নিয়ে যা লিখলেন টুইঙ্কল


প্রকাশের সময় : মার্চ ২১, ২০১৭, ৭:৩৭ AM / ৩৫
নারীদের হেনস্থা নিয়ে যা লিখলেন টুইঙ্কল

ঢাকারনিউজ২৪.কম:

কর্মস্থলে নারীদের হেনস্থা নিয়ে টুইঙ্কল খান্নার সম্প্রতি একটি কলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তহেলকার তরুণ তেজপাল, দ্য ভাইরাল ফিভার-এর অরুণাভ কুমারের উদাহরণ টেনে বেশ কটাক্ষের সুরেই তিনি কলামটি লেখেন। কর্মস্থলে বস থেকে শুরু করে সহর্মীরাও নারীদের নানা ভাবে উত্যক্ত করে। কর্মস্থলে হেনস্থার এমন দৃষ্টান্ত মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসে। টুইঙ্কল সেই সব পুরুষদের উদ্দেশ্য করেই প্রতিবেদনটি লিখেছেন।

কর্মস্থলে নারীদের উদ্দেশ করে সেক্সি শব্দটি অনেক পুরুষই ব্যবহার করেন। তাই টুইঙ্কল তাঁর লেখার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি লেখেন, কর্মস্থলে এক জন নারীকে সেক্সি বলার অর্থ হল তাঁর সমস্ত লড়াইকে খাটো করা। এই শব্দ কর্মস্থলে ব্যবহার মোটেই কাম্য নয়।

কর্মস্থলে নারীদের হেনস্থা নিয়ে তাঁর লেখা কলাম ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। স্বয়ং তাঁর স্বামী অক্ষয় কুমারও এই লেখার প্রশংসা করে বলেছেন, ‘একটা দারুণ লেখা, মিসেস ফানিবোনস আমার থেকেও শক্ত পাঞ্চ মেরেছে। কি বলেন আপনারা?’

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৩৮এএম/২১//২০১৭ইং)