• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

ধর্মের বিরোধ নেই ঐতিহ্যের সঙ্গে


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৭, ১:২০ PM / ৩৯
ধর্মের বিরোধ নেই ঐতিহ্যের সঙ্গে

ঢাকারনিউজ২৪.কম:

একটি মহল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ইসলামের অপব্যাখ্যা করছে। প্রকৃতপক্ষে তারা নারীবিদ্বেষী এবং গণতন্ত্রবিরোধী অপশক্তি। এরা একদিকে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দেয়, অন্যদিকে পাকিস্তানের দালালি করে। এরা আবার যুদ্ধাপরাধীদেরও ঘনিষ্ঠ মিত্র।

প্রকৃতপক্ষে দেশের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই। এগুলো পালন করলে কারও মুসলমানিত্ব যায় না। যারা এসব আচার-অনুষ্ঠানের বিরুদ্ধে এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা প্রতিক্রিয়াশীল। এদের রাজনীতি, ধর্ম, সমাজ কোথাও স্থান দেওয়া উচিত নয়। অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে তাদের সর্বতোভাবে বর্জন করতে হবে।

এই গোষ্ঠী সর্বোচ্চ আদালতে বিশ্বাস করে না। ওদের বিশ্বাস ভিন্ন আদালতে। রাজাকার, জামায়াত ও তেঁতুল হুজুর গোষ্ঠী এ দেশের আলেম-ওলামাদের প্রতিনিধিত্ব করে না, যেমনটি জঙ্গিরা প্রতিনিধিত্ব করে না ইসলামের।

 

হাসানুল হক ইনু: তথ্যমন্ত্রী

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০১.২০ পিএম/১৩//২০১৭ইং)