• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

দুটি কবিতা – গোলাম কবীর


প্রকাশের সময় : জুন ৩০, ২০১৮, ১১:৪৬ AM / ৩৯
দুটি কবিতা – গোলাম কবীর

শিরোনামহীন – ১৫

_________________________________________________________

কষ্ট গুলো গেঁথে রাখি বুকের পাঁজরে,
দুঃখ গুলো সেলাই করি নকশীকাঁথাতে,
থাকবো পড়ে একলা আমি তুষের অনলে, জ্বলবো শুধু একলা আমি অনন্ত কাল ধরে।
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে বাঁশবাগানের পাশে,
আসবে যখন খবর নিও কেমন আছে সে।
ইচ্ছে হলে দু’হাত তুলে ক্ষমা চেয়ে নিও
ইচ্ছে হলেই করবেন ক্ষমা আমার মালিকে।

শিরোনামহীন – ১৬

ভুল করে সব ভুল হয়ে যায়,
ভুল নদীতে কাটি সাঁতার,
জীবনের পাতায় পাতায় পড়ে
থাকে দুষ্ট ক্ষত চিহৃ,
মুছে যাবে কি না আমি জানি না।
তবু ও বেঁচে থাকা, ভাললাগা,
ভালবাসা, ফুরায় না এ জীবন।
অকুলে ভাসাই তরী জীবন তরীর,
ভুল গুলি সব ফুল হয়ে ফুটুক,
আবার সব কিছু শুরু হোক
নতুন করে, এ আশায় শ্বাস
নিই প্রাণ ভরে, ভুলের চেয়ে ও
তাঁর ক্ষমা যে মহান।