• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

দুই বিভাগেই উন্নতি চান মাশরাফি


প্রকাশের সময় : মে ১৮, ২০১৭, ১২:০৪ PM / ৪২
দুই বিভাগেই উন্নতি চান মাশরাফি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ত্রিদেশীয় সিরিজে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে প্রতিপক্ষকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। কিউইরা ১৫ বল হাতে রেখে সেই লক্ষ্যে পৌঁছে যায়। ডাবলিনের কনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও, শেষের সঙ্গে প্রত্যাশাটা মেলেনি। বোলিংয়েও যে ক্ষুরধার ছিলেন বোলাররা তেমনটি নয়। টাইগার অধিনায়ক মাশরাফির কথায়, ব্যর্থতার দায় ব্যাটিং-বোলিং দুই বিভাগেরই। পরের ম্যাচগুলোতে তাই দুই বিভাগেই উন্নতি দেখছেন অধিনায়ক।
নিউজল্যান্ডের ব্যাটিংয়ের এক পর্যায়ে মনে হচ্ছিল হয়তো আর ২০ রান বেশি হয়েও ফাইট দিতে পারত টাইগাররা। মাশরাফিরও একই মত,‘সৌম্য রান করেছে, মুশফিক ও মাহমুদউল্লাহও রান পেয়েছে আবার। টপ অর্ডারে তামিম ও সৌম্য ভালো জুটি গড়েছে। জুটি গড়েছি আমরা, কিন্তু বড় করতে পারিনি। আউট হয়ে গেছি। ব্যাটিংয়ে আমাদের ২০ রানের ঘাটতি ছিল।’

তবে শুধু ব্যাটিং নয়। মাশরাফি উন্নতির সযোগ দেখছেন দুই বিভাগেই, ‘সব জায়গায়ই উন্নতি করতে হবে আমাদের। ফিল্ডিং অবশ্য এম্যাচে ভালোই ছিল। কিন্ত ব্যাটিং ও বোলিং ভালো করতে হবে। ২০ রানের মতো কমতির কথা যেমন বললাম। তেমনি বোলিংয়েও শুরুতে উইকেট নিতে হবে।’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০০পিএম/১৮/৫/২০১৭ইং)