• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ


প্রকাশের সময় : জুন ১, ২০১৭, ১১:৫০ AM / ৬৮
ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ

 

ঢাকারনিউজ২৪.কম, চট্টগ্রাম : ঘূর্ণিঝড় ‘মোরা’ য় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ভিড়েছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস সুমিত্রা জাহাজটি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে এসে জাহাজটি নোঙর করে।চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী জাহাজটিকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ত্রাণ নিয়ে আসার পথে জাহাজটি ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করে। এসব মানুষ নৌ-দুর্ঘটনা ও ঝড়ের সময় ভেসে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

চট্টগ্রামে আইএনএস সুমিত্রা পৌঁছানোর আগে বন্দর থেকে দক্ষিণে ৯০ নটিক্যাল মাইল দূরে মহেশখালী উপকূলে উদ্ধার তৎপরতা চালায় বলে ঢাকার ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৫এএম/১/৬/২০১৭ইং)