• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

তৃতীয় দিন শেষে ১৫৮ রানে পিছিয়ে পাকিস্তান


প্রকাশের সময় : মে ১৩, ২০১৭, ৯:৩০ AM / ৪৭
তৃতীয় দিন শেষে ১৫৮ রানে পিছিয়ে পাকিস্তান

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ডমিনিকা টেস্টে সফরকারী পাকিস্তানের প্রথম ইনংসে করা ৩৭৬ রানে পর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা ১৫৮ রানে পিছিয়ে রয়েছে। শুক্রবার রাতে আগের দিনের বিনা উইকেটে ১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে ৫ উইকেটে ২১৮ রান করে দিনের শেষ করে ক্যারিবীয়রা। শেন ডাওরিচ ২০ ও জেসন হোল্ডার ১১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান প্রথম ইনিংস : ১৪৬.৩ ওভারে ৩৭৬ (আজহার আলি ১২৭, বাবার আজম ৫৫, মিজবাহ-উল-হক ৫৯, সরফরাজ আহমেদ ৫১, রোস্টন চেস ৪/১০৩, জেসন হোল্ডার ৩/৭১)

ওয়েস্ট ইন্ডজ : ০০ ওভারে ২১৮/৫ (ব্র্যাথওয়েট ২৯, পাওয়েল ৩১, হেটমায়ার ১৭, হোপ ২৯, চেইস ৬০*, ভিশাল ৮, ডাওরিচ ২০*, হোল্ডার ১১*; ইয়াসির ৩/১২৮)
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩০এএম/১৩/৫/২০১৭ইং)