• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

ডিসি-এসপি কী করছে তা সাংবাদিকরা লেখে না : মেয়র আইভী


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০১৮, ১১:১৬ PM / ৩৮
ডিসি-এসপি কী করছে তা সাংবাদিকরা লেখে না : মেয়র আইভী

কারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কী করছে তা সাংবাদিকরা লেখে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জের অনেক অনিয়ম দুর্নীতি গণমাধ্যম উপেক্ষা করছে। এখানে সাংবাদিকরা কেবল মেয়রের চরিত্র হনন করতে পারে। শহরে অনেক কিছুই হয়, কিন্তু সাংবাদিকরা এসব লেখে না। লেখার সাহস পায় না। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কী করছে তা কেউ লেখে না।’

বৃহস্পতিবার(৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী সভায় তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক অনিয়ম দুর্নীতি গণমাধ্যম উপেক্ষা করছে। এখানে সাংবাদিকরা কেবল মেয়রের ‘চরিত্র হনন’ করতে পারে। শহরে অনেক কিছুই হয়, কিন্তু সাংবাদিকরা এসব লেখে না। লেখার সাহস পায় না। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কী করছে তা কেউ লেখে না।’

মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ধনী জেলা। অনেকেই এই জেলাতে আসার জন্য ওত পেতে থাকে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই কাউকে বলে দেয় নাই যে নারায়ণগঞ্জ গিয়ে অবৈধ স্ট্যান্ড বসাও। এখানে যারাই আসছে তারাই সেসব কাজ করে যাচ্ছে। আর অনেক সাংবাদিকও এ ব্যাপারে লিখছে না।’

গণমাধ্যমে লেখার আহ্বান জানিয়ে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ শহরকে জাগাতে হলে সাংবাদিকদের দায়িত্ব বেশি। পজেটিভ যেমন লেখা উচিত তেমনি সমস্যার নিউজও লেখা উচিত। আমি অপপ্রচারের শিকার। বাংলাদেশে আইভী নামে যতটা পরিচিত তেমনি আমার বিরুদ্ধে যতই অপপ্রচার হয়েছে তা আর কারো বিরুদ্ধেই হয় নাই। এসব মেনে নিয়েও নারায়ণগঞ্জে টিকে আছি।’

আইভী বলেন, ‘সব মানুষের দোষ ত্রুটি আছে। সাংবাদিকের কাজ হলো দুটি দিকই তুলে ধরা, বস্তুনিষ্ঠতা বজায় রাখা।

আইভী বলেন, ‘শহরে হকার বসা নিয়ে আমার অবস্থানও গণমাধ্যমে সঠিকভাবে আসেনি। আমি নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত করার ঘোষণা দেই নাই। আমি বলেছি শুধু বঙ্গবন্ধু সড়কে হকার বসবে না। কিন্তু অন্য সড়কে কিন্তু ঠিকই বসছে। তাছাড়া আমি ৬শ হকারদের জন্য মার্কেট করে দিয়েছি।’

প্রশিক্ষণের সনদ বিতরণে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১৫পিএম/৫/৪/২০১৮ইং)