• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

ডান পা ছাড়া রোনালদোর ৩শ’ গোল!


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৩, ১২:৩৯ PM / ২৬৩
ডান পা ছাড়া রোনালদোর ৩শ’ গোল!

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর মূল শক্তির জায়গা ডান পা। পেশাদার ক্যারিয়ারে ৮৪০টি গোল করেছেন, যার বেশিরভাগই তার এই পায়ের ছোঁয়ায়। তবে ডান পা ছাড়াই এবার নতুন এক মাইলফলকে নাম লেখালেন পর্তুগিজ যুবরাজ।

বৃহস্পতিবার রাতে রোনালদোর দল আল নাসর ‘সি’ গ্রুপে রানার্সআপ হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে জামালেকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর।

মিশরের জামালেকের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয় সাদিও মানের। বায়ার্ন মিউনিখ থেকে আসা সেনেগালিজ তারকার শুরুর দিনে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত জামালেক ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ছিল আল নাসর। তবে তা হতে দেননি রোনালদো।

ম্যাচে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিশরীয় ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন জিজো। ৮৭ মিনিটে আল নাসরের হয়ে গোল করেন ক্রোনালদো। রোনালদো এই গোল করেছেন হেড থেকে।

এতে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নিজের ডান পা ব্যবহার না করেই ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এই গোলগুলো এসেছে হেড, বাম পা ও অন্যান্য মিলিয়ে।