• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানালো পুনাক


প্রকাশের সময় : জুন ১১, ২০১৮, ১২:৫১ AM / ৩৩
ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানালো পুনাক

ঢাকারনিউজ২৪.কম, ঠাকুরগাঁও : এসএসসি-২০১৮ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) ঠাকুরগাঁও।

রোববার(১০ জুন) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ লাইনস্ স্কুলের অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থী সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর সহধর্মিণী ও পুনাক ঠাকুরগাঁও সভানেত্রী মিসেস শামস মাসরেকা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: ফারহাত আহমেদ, পুনাক ঠাকুগাঁওয়ের সহ-সভানেত্রী মিসেস সুরাইয়া পারভীন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ঠাকুরগাঁও।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু লাইছ মো: ইলিয়াস জিকো,পুলিশ পরিদর্শক সিফরাতুল মাজদার, পুলিশ সুপার কন্যা ফারিয়া শামস আহমেদ সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ৫৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও এসময় ২০১৭ সালে হরিপুর থানায় কর্মরত অবস্থায় এক এসআই মৃত্যুবরণ করায় তার পরিবারকে আইজি অফিসের পক্ষ থেকে সমবেদনা ও ঈদ উপহার প্রদান করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৫০এএম/১১/৬/২০১৮ইং)