• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৭, ১১:৪০ AM / ৩৯
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামল বাংলাদেশ। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে রুমানা আহমেদের দলের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ৫০ ওভারের এই ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছেন টাইগ্রেসরা।

গ্রুপ ‘বি’ ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসটা চাঙ্গা থাকছে নারী ক্রিকেটারদের। শ্রীলঙ্কায় এবার একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এসেছে ৩৯ রানের দারুণ জয়। আবার আরেক প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাপুয়া নিউগিনি। বাস্তবতা বলছে- বাংলাদেশের জন্য পাপুয়া নিউগিনি অচেনা এক প্রতিপক্ষ। যদিও শক্তির বিচারে জাহানারা, খাদিজা-তুল কুবরা, রুমানা, সালমা খাতুনরাই এগিয়ে।

উদ্বোধনী দিনে বি গ্রুপের অারেক ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে বাংলাদেশের পরের ম্যাচ তিনটি ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি যথাক্রমে পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৮এএম/৭/২/২০১৭ইং)