• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

টমাস আলভা এডিসনের জন্ম ও মুজতবা আলীর প্রয়াণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ১:২৯ AM / ৪৩
টমাস আলভা এডিসনের জন্ম ও মুজতবা আলীর প্রয়াণ

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আজ ১১ ফেব্রুয়ারি, ২০১৭, শনিবার। ২৮ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৬৩৫ – দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
• ১৮৭৮ – ব্রিটিশ আবহাওয়া দপ্তর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
• ১৯২৯ – ভ্যাটিকান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
• ১৯৪৫ – ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া), যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
ব্যক্তি
• ১৮৪৭ – বৈদ্যুতিক বাতি, কিন্টোগ্রাফ ও ফোনোগ্রাফের মতো যন্ত্রের বিখ্যাত আবিষ্কারক যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম।
• ১৮৮২ – কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম।
• ১৯৪৮ – রুশ চলচ্চিত্রকার সের্গেই আইজেনস্তাইনের মৃত্যু।
• ১৯৬২ – সাহিত্যিক ও সম্পাদক সজনীকান্ত দাসের মৃত্যু।
• ১৯৬৩ – মহিলা কবি সিলভিয়া প্লাথের মৃত্যু।
• ১৯৭৪ – ভ্রমণ, রম্য সাহিত্যিক এবং বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর মৃত্যু।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:২৫এএম/১১/২/২০১৭ইং)