• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৭, ৪:২৭ PM / ৩৫
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ঢাকারনিউজ২৪.কম:

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
১০। ফেসবুক ও টুইটার কী?
ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
খ. ধর্মীয় যোগাযোগের মাধ্যম
গ. সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম
১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. সমবয়সী বন্ধুর ঘ. বাবার
১৩। শিশুরা সঙ্গীসাথিদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও বুদ্ধি ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৪। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনের মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধুু রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে কে?
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. সংবাদপত্র
১৬। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন কী?
ক. শিশুরা খ. সমবয়সী সাথি
গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
১৭। গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৮। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মধ্যে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
২০। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র
২১। কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
২২। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র গ. টেলিভিশন ঘ. রেডিও
২৩। নিচের কোনটির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র গ. টেলিভিশন ঘ. রেডিও
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. নারীদের ঘ. তরুণদের
২৫। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
২৬। কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিঅ্যান্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৭। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স গ. ই-মেইল ঘ. ফোন
২৮। সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?
ক. বদ্ধ খ. চলমান গ. উচ্চতর ঘ. মধ্যম
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৫
১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. খ

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৪.২৮পিএম/১৫//২০১৭ইং)