• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

জাবি ছাত্রকে হাতকড়া পরিয়ে চিকিৎসা, ওসির ক্ষমা প্রার্থনা


প্রকাশের সময় : মে ৩১, ২০১৭, ১:১৯ PM / ৩৬
জাবি ছাত্রকে হাতকড়া পরিয়ে চিকিৎসা, ওসির ক্ষমা প্রার্থনা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পরিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার ব্যাখ্যা দিতে এসে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কবির। পরে আদালত এ বিষয়ে আগামী ৫ জুন আদেশের দিন নির্ধারণ করেছেন। একইসঙ্গে আদালতের আদেশের দিন হাসপাতালে দায়িত্বরত এসআই ও ২ কনস্টেবলকেও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়।
এর আগে জাবির ছাত্র অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পরানো অবস্থায় এনাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিতে গত ৩১ মে আশুলিয়া থানার ওসিকে হাইকোর্টে তলব করা হয়।
একইসঙ্গে অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল।
দৈনিক সংবাদপত্রে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ২৯ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি নজরে আনেন আইনজীবী এস এম রেজাউল করিম।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:১৮পিএম/৩১/৫/২০১৭ইং)