• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

চীন-নেপাল যৌথ সামরিক মহড়ায়


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ৩:০২ PM / ৩০
চীন-নেপাল যৌথ সামরিক মহড়ায়

ঢাকারনিউজ২৪.কম:

প্রথমবারের মতো  যৌথ সামরিক মহড়া শুরু করছে চীন ও নেপাল। ‘সাগরমাতা ফ্রেন্ডশিপ ২০১৭’ শীর্ষক ১০ দিনের সামরিক মহড়া গতকাল রবিবার শুরু হয়েছে। নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ মহড়ায় সন্ত্রাস দমন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

নেপাল ও চীনের মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান।  গতমাসে চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান নেপাল সফর করেন। গত ১৫ বছরের মধ্যে ওই প্রথম চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রীর নেপাল সফর। ওই সফরেই যৌথ সামরিক মহড়ার বিষয়ে দুই দেশ একমত হয়।

চতুর্দিকে ভূমি দিয়ে ঘেরা নেপাল বহুলাংশে ভারতের উপরই নির্ভরশীল। ভারত থেকেই বেশিরভাগ পণ্য আমদানি করে দেশটি। নেপালের বর্তমান মাওবাদী সরকার দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।

অন্যদিকে, চীন অবকাঠামোগত উন্নয়নে নেপালকে বড় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। ভারত ও চীনের আধিপত্য বিস্তারের মনোভাবের ফাঁকে পড়ে নেপালের ভবিষ্যৎ কী দাঁড়ায়, সেটাই এখন প্রশ্ন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৩.০০পিএম/১৭//২০১৭ইং)