• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

চীনে ফের কয়লাখনি দুর্ঘটনা : নিহত ১২


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৩:২৬ PM / ৬০
চীনে ফের কয়লাখনি দুর্ঘটনা : নিহত ১২

আন্তর্জািতক ডেস্ক : চীনের উত্তরপূর্বাঞ্চলীয় একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে।

খনির বাঁকযুক্ত খাদে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ১২ জন নিহত ও ১৩ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সিসিটিভি।

সাম্প্রতিক বছরগুলোতে খনি নিরাপত্তায় বেশ উন্নতি করেছে চীন। এসব ঘটনার মিডিয়া কাভারেজও বেড়েছে। আগে এ ধরনের দুর্ঘটনার খবরগুলো প্রায়ই উপেক্ষা করা হতো।

কিন্তু দেশটির খনি শিল্পে আজও শ্রমিকদের সুরক্ষা ঘাটতি রয়ে গেছে। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা।

সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর চীনে ১৬৮ খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছেন।

গত নভেম্বরে হেইলংজিয়াং প্রদেশেই আরেকটি কয়লা খনি দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি কয়লাখনিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারান কমপক্ষে ১৬ জন।

গত ফেব্রুয়ারিতে উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত ও অল্প জনবসতিপূর্ণ আলক্সা লীগে একটি কয়লা খনির একাংশ ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ ও যানবাহন।

কিন্তু ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দীর্ঘদিন গোপন রেখেছিল কর্তৃপক্ষ। অবশেষে গত জুন মাসে জানানো হয়, ৫৩ জন প্রাণ হারিয়েছেন সেই দুর্ঘটনায়।