• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালের ভবন উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০১৮, ৬:০৫ PM / ৪২
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালের ভবন উদ্বোধন

আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালের নব নির্মিত ৮ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জিল্লুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, রাজশাহী, এ জেড এম নুরুল হক, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, এটিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার। আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বিএমএ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ডা. দুররুল হুদা, বিএমএ, জেলা সাধারন সম্পাদক ও সদর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদের দৃষ্টি আকর্ষন করে জেলার উন্নয়নে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল, স্টোর, ক্যান্টিন, সিটি স্ক্যান মেশিন, সীক রুম, হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তর, নার্সিং কলেজ স্থাপনসহ আরও কিছু দাবি জানান।

প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি বলেন, উন্নয়নের মহাসড়কে থাকতে হলে সামনে ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।

উল্ল্যে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮ তলা ভবনটি সামনে জানুয়ারি ২০১৯ সালে জনগণের সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে জানান, গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:২৩পিএম/২৯/৮/২০১৮ইং)