• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিএনপি নেতাদের ডেকে এনে ‘সতর্ক’ করলেন খালেদা


প্রকাশের সময় : মে ১৬, ২০১৭, ১০:৩৭ AM / ১০৩
চট্টগ্রাম বিএনপি নেতাদের ডেকে এনে ‘সতর্ক’ করলেন খালেদা

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সারাদেশ দল পুনর্গঠনে চট্টগ্রামে দলীয় কোন্দলে মারামারিতে প্রথম দফায় কর্মীসভা পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় নেতাদের ঢাকায় ডেকে এনে ‘সতর্ক’ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে কোন্দল নিরসনে বৈঠকে বসেন তিনি। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন বেগম জিয়া। এ বৈঠকের কথা গণমাধ্যমকে অবহিত করা হয়নি দলীয় সূত্রে বৈঠক কথা জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাসির, আব্দুল্লাহ আল নোমান, গিয়াস কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুর হক, মহানগর সভাপতি শাহাদাত হোসেন, দক্ষিণের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, সহসভাপতি এনামূল হক এনাম, ‍উত্তরের সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
বিএনপির পুনর্গঠনের জন্য কেন্দ্র থেকে ৫১টি টিম গঠন করা হয়েছিল। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের দায়িত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গত ২ মে চট্টগ্রাম উত্তর এবং ৩ মে দক্ষিণের কর্মীসভা দলীয় কোন্দলের কারণে মারামারিতে পণ্ড হয়ে যায়। পরে ৪ মে মহানগর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৩৫এএম/১৬/৫/২০১৭ইং)