• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে ৫লাখ টাকার মাছ নিধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০১৭, ১১:০১ PM / ৩২
গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে ৫লাখ টাকার মাছ নিধন

 

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে চকসিংহডাংগা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ ৫লক্ষাধিক টাকার মাছ নিধন ও গর্ববতী নারীকে মারপিট করে জখম করেছে দুবৃর্ত্তরা।

জানা গেছে,উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকসিংহডাংগা গ্রামের মৃত কিসমত উল্লাহ সরকারের ছেলে ওসমান গনি সরকারের ৭৪ শতাংশ দুটি পুকুর একই ইউনিয়নের সমস্ পাড়া গ্রামের আব্দুল গনির ছেলে মৎস্য চাষী আব্দুর রহমান ৫ বছরের জন্য ২ লক্ষ টাকায় লীজ নিয়ে গত ৫ মাস পূর্বে বিভিন্ন প্রজতির মাছ চাষ শুরু করে।

পূর্ব শত্রুতার জের ধরে আজ ভোরে একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে হযরত,হযরত আলীর হামিদুল,আব্বাস আলীর ছেলে মিন্টু গংরা আজ ভোর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে করলে সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে ।এতে ওই মৎস্য চাষীর ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়ে সর্বশান্ত হয়।মংস্য চাষী আব্দুর রহমান জানান,পূর্ব শত্রুতার জের ধরে আজ ভোরে একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে হযরত,হযরত আলীর হামিদুল,আব্বাস আলীর ছেলে মিন্টু গংরা পুকুরে বিষ প্রয়োগ করলে সকালে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে ও দুবৃর্ত্তরা ডালিমন বেগম নামে এক নারীকে মারপিট করে জখম করেছে।

আহত নারী ডালিমন বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, পুকুর ২টির মালিক ওসমান গনি। প্রতিপক্ষ হযরত, হামিদুল, মিন্টু গংদের সাথে বাড়ীঘরে আগ্নিকান্ড, লুটপাট ও মারপিটের মামমা মকাদ্দমা নিয়ে বিরোধ চলছিল।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৫পিএম/১৫/২/২০১৭ইং)