• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

গরমে ত্বক কালো হওয়া থেকে মুক্তি দেবে যে ফেসপ্যাক


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০১৯, ১১:০৬ AM / ৪০
গরমে ত্বক কালো হওয়া থেকে মুক্তি দেবে যে ফেসপ্যাক

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আসছে গরম। এর প্রভাব পড়তে শুরু করেছে চেহারাতেও। গরমকাল আসতে না আসতেই অনেকেই হারিয়েছেন চেহারার সৌন্দর্য, রঙটাও ক্রমশ মলিন আর কালো হয়ে পড়ছে। একই সঙ্গে ত্বকেও দেখা দিতে শুরু করেছে নানা রকমের সমস্যা।

এগুলো খুবই স্বাভাবিক। কিন্তু কী করবেন এই সমস্যার মোকাবিলায়? জানিয়ে দিচ্ছি খুবই সহজ একটি ফেসপ্যাকের রেসিপি। এই প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করলেই গরমের দাপট পড়বে না আপনার সৌন্দর্যে। গরমে ত্বক কালো হবে না, বিবর্ণ হবে না, ঘামাচি হওয়া থেকেও মুক্তি পাবেন। গ্রীষ্মকালের রোদ্দুরের মতই ঝলমলে হয়ে উঠবে আপনার মুখখানি।

যা লাগবে

খাঁটি এলোভেরা জেল ১চা চামচ
কাঁচা দুধ (জ্বাল দেওয়া ছাড়া) ১চা চামচ
গোলাপ পাপড়ির রস আধা চা চামচ
মুলতানি মাটি আধা চা চামচ
যা করবেন

সমস্ত উপকরণ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
ত্বক ভালো করে পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছে নিন। তারপর এই মিশ্রণ মুখে মেখে নিন।
৩০ মিনিট রেখে ধুয়ে নিন। শুষ্ক ত্বক হলে ময়েশ্চারাইজার মেখে নিন।
একদিন পর পর ব্যবহার করুন।
টিপস

ভালো ফল পেতে অবশ্যই রাতের বেলা ব্যবহার করুন। সমস্ত উপাদান যতটা সম্ভব তাজা ব্যবহার করুন। মিশ্রনটি তৈরি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় ২/৩ দিন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৫এএম/১/৪/২০১৯ইং)