• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

ক্ষণিকের দুনিয়া


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০১৮, ৩:২৯ PM / ৬০
ক্ষণিকের দুনিয়া

 এমদাদুল হক মিলন
_________________________________________________
দু’দিনের এই খেলাঘরে নিত্য যাওয়া আসা,
আপনপরের মাঝে যেন বিরাট অতিথিশালা।
ইচ্ছে হলেই যায় না আসা নয়কো যাওয়া,
কে আসবে! কে যাবে! এইতো বিধির খেলা।

সিরিয়ারে পাঠাচ্ছেন বিধি ধরাধামের  ভবে,
ইচ্ছে মত খেলেন তিনি,বন্ধ করেন হরদমেতে।
কে যাবে আগে দুনিয়া ছেড়ে ওটা তাঁর ইচ্ছা,
বৃদ্ধ রেখে জোয়ার,শিশু হুকুম হলে যাচ্ছে তা।

অতিথি সবে ভব সংসারে এই আছি এই নাই
কিসের বাহাদূরী কিসের কর এত সবে বড়াই!
বিধির হাতে সময় দিয়ে উড়াও জীবন তোমার,
ঘুড়ির সুতা ছিড়ে গেলে রক্ষে নেই যে আবার।

অতিথি প্রভু আমরা সবে তোমার সৃষ্টি জগতে
কাউকে কভু কর না ধ্বংস নিও তোমার স্বর্গে।
নরকে আমায় না দিয়ে ঠাঁই তোমার পাশে রেখো
এই মিনতি করে যাই প্রভু সদা-সর্বদা দিবা-রাত্র।