• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

ক্যারিবীয় দ্বীপে ইতিহাস গড়ল পাকিস্তান


প্রকাশের সময় : মে ১৫, ২০১৭, ১২:১৩ PM / ৪৬
ক্যারিবীয় দ্বীপে ইতিহাস গড়ল পাকিস্তান

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল সফরকারী পাকিস্তান। রোববার রাতে অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায়ী টেস্টে ১০১ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। তাতে দেশটির বড় দুই বিজ্ঞাপন মিসবাহ ও ইউনিস খান বিদায়ী উপহার যেমন পেলেন, তেমনি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।
টেস্টের পঞ্চম দিনে ম্যাচ জেতার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল মিসবাহ-উল-হকের দল। এ জন্য তাদের নিতে হতো ক্যারিবীয়দের ৯ উইকেট। ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শেষে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকা টেস্ট জিততে হলে তাই পঞ্চম দিনে তাদের করতে হতো ২৯৭ রান। কিন্তু পঞ্চম দিন লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ইয়াসির শাহর ৫ উইকেট আর হাসান আলির ৩ উইকেট নেওয়ার দিনে ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন। তবে এক প্রান্তে একাই লড়ে গেছেন রোস্টন চেস। ১০১ রানে অপরাজিত থাকেন এই অল-রাউন্ডার। পাকিস্তানের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন চেস। ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠেছে তার।
সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান প্রথম ইনিংস : ১৪৬.৩ ওভারে ৩৭৬ (আজহার আলি ১২৭, বাবার আজম ৫৫, মিজবাহ-উল-হক ৫৯, সরফরাজ আহমেদ ৫১, রোস্টন চেস ৪/১০৩, জেসন হোল্ডার ৩/৭১)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৫ ওভারে ২৪৭ (ব্র্যাথওয়েট ২৯, পাওয়েল ৩১, হোপ ২৯, চেস ৬৯, হোল্ডার ৩০*; আব্বাস ৫/৪৬, ইয়াসির ৩/১২৬)

পাকিস্তান ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৪/৮ ইনিংস ঘোষণা (শান মাসুদ ২১, ইউনিস ৩৫, আমির ২৭, ইয়াসির ৩৮*, হাসান আলি ১৫*; গ্যাব্রিয়েল ২/২৪, জোসেফ ৩/৫৩, বিশু ২/৫৪)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ৯৬ ওভারে ২০২ ( রোস্টন চেস ১০১*, হোল্ডার ২২; আমির ১/২২, আব্বাস ১/৩১, ইয়াসির ৫/৯২, হাসান ৩/৩৩)

ফল: পাকিস্তান ১০১ রানে জয়ী

সিরিজের ফল: ৩ ম্যাচের সিরিজ পাকিস্তান ২-১ এ জয়ী

ম্যাচ সেরা: রোস্টন চেস

সিরিজ সেরা: ইয়াসির শাহ

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:১২পিএম/১৫/৫/২০১৭ইং)