• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

কবি সংসদ বাংলাদেশ’র স্থায়ী পরিষদের চেয়াম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০১৮, ১১:১৭ AM / ৩৬
কবি সংসদ বাংলাদেশ’র স্থায়ী পরিষদের চেয়াম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর পুরানা পল্টনস্থ তাঁর নিজ কার্যালয়ে ১৬ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সংগঠনের ফরিদপুর জেলা সমন্বয়কারী কবি সাহেদ বিপ্লব তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘রাত বারোটার পর’ স্থায়ী পরিষদের চেয়ারম্যানকে আনুষ্ঠিকভাবে প্রদান করেন। সাক্ষাৎকালে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাবুল বলেন, কবি, সাহিত্যিকরা জাতির ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক। দেশের উন্নয়ন অগ্রগতিতে সাহিত্যিকদের অবদান অগ্রগণ্য। মানুষের সুপ্ত গুণাবলী বিকাশ ও প্রচারে সাহিত্য চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন, সাহিত্য মানুষকে পরিশুদ্ধ করে। জ্ঞান নির্ভর নিরাপদ দেশ গড়তে সাহিত্যের উপর আরো অধিক গুরুত্ব দিতে হবে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১৫এএম/১৯/১/২০১৮ইং)