• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

কবি নজরুল কলেজের ছাত্রীদের তোলপাড় (ভিডিও)


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০১৭, ৮:২০ PM / ৪৫
কবি নজরুল কলেজের ছাত্রীদের তোলপাড় (ভিডিও)

ঢাকারনিউজ২৪.কম:

পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে খাতা নেয়ায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে শিক্ষার্থীরা।

অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে এইচএসসির খাতা নেয়া হয়েছে। সোমবার সারাদেশে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা হয়েছে।

পরীক্ষার্থীরা জানায়, সোমবার তাদের পদার্থ বিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা চলাকালে ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। তারা সে সময় লিখতে পারেনি। এরপর যখন বিদ্যুৎ আসে তখন পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই ১০৮, ১১০, ২০৮, ২১২ নম্বর হলগুলো থেকে জোর করে পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার্থ ীরা তাদের অভিভাবকদের নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে যায়।

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ পরীক্ষার্থীদের এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে বলেন তিনি।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.২০পিএম/২৪//২০১৭ইং)