• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

কটিয়াদীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ১১:৫১ PM / ৫১
কটিয়াদীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে”এই প্রতিপাদ নিয়ে ১৭ই মার্চ রবিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদিতে র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা, আলোচনা সভা, দোয়া মাহফিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী- পাকুন্দিয়ার) মাননীয় সংসদ সদস্য মোঃ সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুস্তাকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামারাও তাজবিহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমান, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাফিল মিয়া সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ, পেশাজীবী সংগঠন এবং সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।