• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা প্রস্তুতি বাংলা ১ম পত্র


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০১৭, ৮:৫১ AM / ৪৭
এসএসসি পরীক্ষা প্রস্তুতি বাংলা ১ম পত্র

ঢাকারনিউজ২৪.কম:

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

পালামৌ
১। ছোট্ট শিশুর ভগিনীর সঙ্গে অন্য বালকের ঝগড়া বেধেছিল কেন?
ক. বালকটি শিশুর ফেলে দেওয়া পয়সা নিয়েছিল বলে
খ. বালকটি শিশুকে ধমক দিয়েছিল বলে
গ. বালকটি শিশুকে থাপ্পড় মেরেছিল বলে
ঘ. খাবার সমানভাবে ভাগাভাগি হয়নি বলে
২। ‘পালামৌ’ গল্পের লেখক দ্রুত পদবিক্ষেপে পর্বতের দিকে হাঁটছিলেন কোন কারণে?
ক. স্বভাবজাত কারণে খ. তাড়াতাড়ি পৌঁছানোর জন্য
গ. সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে
ঘ. লেখকের বন্ধুরা অপেক্ষা করছিলেন বলে
৩। যারা ক্ষুদ্রমনা তাদের সম্পর্কে লেখকের ধারণা—
র. তারা ক্ষুদ্র দৃষ্টিসম্পন্ন
রর. তারা শুধু সামান্য বিষয় নিয়ে ভাবে
ররর. তারা চারদিকে খেয়াল রাখতে অপারগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পরিবারের সবাইকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে গেল সিফাত। তারা নৌকায় উঠল লেক ভ্রমণের উদ্দেশ্যে। বাবা-মায়ের সঙ্গে লেকে ঘুরতে গিয়ে সে পানির নিচে অনেক মাছ দেখতে পায়। তার কাছে মনে হয় যে হাত দিয়েই সে সেগুলোকে ধরতে পারবে। কিন্তু যতই হাত দেয়, ততই মনে হয় আরেকটু গভীরে। তাই তার মাছ ধরার আশা আর পূরণ হলো না।
৪। সিফাতের সঙ্গে ‘পালামৌ’ গল্পের লেখকের সাদৃশ্য পাওয়া যায় কোন দিক দিয়ে?
ক. বিভ্রান্তিতে পড়ায় খ. ধর্মবিরুদ্ধ কাজ করায়
গ. সূক্ষ্ম জীবনবোধকে ধারণ করায়
ঘ. প্রাকৃতিক উপাদানকে উপভোগ করায়
৫। সিফাত ও লেখককে এরূপ অবস্থার মুখোমুখি হতে হয়েছে—
র. দূরত্ব সম্পর্কে সঠিক অনুমান করতে ব্যর্থ হওয়ায়
রর. চোখের ভ্রম হওয়ায়
ররর. দূরের জিনিসকে কাছের মনে হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬। শাল, তাল, তমাল, হীন্তাল—এগুলোর নাম লেখক কিসের বর্ণনায় শুনেছিলেন?
ক. পাহাড়ের বর্ণনায় খ. গাছপালার বর্ণনায়
গ. বনের বর্ণনায় ঘ. গ্রামের বর্ণনায়
৭। যে কোলকন্যা লেখককে নাচ দেখার আমন্ত্রণ জানালেন তিনি কী ছিলেন?
ক. সর্বাপেক্ষা সুন্দরী খ. সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠা
গ. সর্বাপেক্ষা রাগী ঘ. সর্বাপেক্ষা চঞ্চল
৮। ‘অদ্যাপি’ অর্থ কী?
ক. কখনো খ. ভবিষ্যতে গ. অতীতে ঘ. আজও
৯। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনায় এখন বন কেবল—
ক. কুসুমাস্তীর্ণ খ. কণ্টকময় গ. কণ্টকাকীর্ণ ঘ. বৃক্ষময়
১০। ‘পালামৗ’ ভ্রমণকাহিনিতে শিশুটি পয়সা ফেলে দিল, কেননা—
র. শিশুটি পয়সার মূল্য বোঝে না
রর. শিশুটির পয়সার প্রয়োজন নেই
ররর. শিশুটি না বুঝে হাত পেতেছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১। ‘গল্প করা এ বয়সের রোগ’—এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?
ক. অভ্যাস খ. বয়সের বাতিক গ. বাচালতা ঘ. পাণ্ডিত্য
১২। সাহিত্য সম্রাট বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩। পালামৌ কী?
ক. পাহাড় খ. পর্বত গ. পরগনা ঘ. শহর
১৪। পালামৌ অঞ্চলে প্রধানত কোন জাতির
লোকের বাস?
ক. মারাঠি খ. গুজরাটি গ. কোল ঘ. মুন্ডারি
১৫। লেখক কোল যুবতীদের পাথুরে কালো
বলেছেন কেন?
ক. গায়ের রং কৃষ্ণবর্ণ হওয়ায়
খ. কালো পাথরের তৈরি বাড়িতে থাকায়
গ. মাথার চুল মিশমিশে কালো হওয়ায়
ঘ. সব সময় কালো রঙের পোশাক পরিধান করায়
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
পালামৌ
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ক

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৪৮ এএম/০১//২০১৭ইং)