• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

উলিপুরে কৃষকের পরিবর্তে গুদামে ধান দিচ্ছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২০, ১০:৩৪ PM / ৩৩
উলিপুরে কৃষকের পরিবর্তে গুদামে ধান দিচ্ছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা

হাফিজুর রহমান সেলিম, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে অনিয়ম ও দুর্নীতির কারনে প্রকৃত কৃষকগণ সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না। কৃষকের পরিবর্তে গুদামে ধান দিচ্ছেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। রোববার (১৯ জানুয়ারী) বিকাল ৫টায় খাদ্য গুদামে গিয়ে দেখা যায় কৃষকের পরিবর্তে ট্রলি বোঝাই করে ধান এনে গুদামে ঢুকাচ্ছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে কৃষক যেন ভালো মুনাফায় ধান দিতে পারেন সে লÿে সারাদেশের মত উলিপুরেও খাদ্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে গিয়ে লটারীর ব্যবস্থা করলেও এতে কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে না। লটারীতে বিজয়ী কৃষকদের কাছ থেকে এক টন করে ধান ক্রয় করা হবে। কিন্তু কৃষকের লটারীর টিকিট এক থেকে দেড় হাজার টাকায় কিনে নিচ্ছেন প্রভাবশালী মহলের আর্শিবাদপুষ্ট ফড়িয়া ব্যবসায়ীরা। এতে সহযোগিতা করছেন খাদ্য বিভাগের দুর্নীতি পরায়ন কর্মকর্তারা। ফলে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যহত হচ্ছে।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে ২০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হলেও এ উপজেলায় তা শুরু হয় ১৯ ডিসেম্বর থেকে। উপজেলায় সরকারি ভাবে আমন ধান ক্রয়ের লÿ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২ হাজার ৫শ ৬৪ মেঃ টন। এর বিপরীতে এখন পর্যন্ত ৩শ ৯৯টন ধান সংগ্রহ করা হয়েছে। খাদ্য গুদামের একটি সূত্রে জানা গেছে, প্রভাবশালী মহলের আর্শিবাদপুষ্ট ও গুদাম কর্মকর্তাদের যোগসাজশে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা পাশ্ববর্তী উপজেলা থেকে ট্রলি বোঝাই ধান এনে গুদামে ঢুকাচ্ছেন। রোববার (১৯ জানুয়ারী) বিকালে উলিপুর খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, ৮-১০টি ট্রলিতে করে ধান গুদামে ঢুকানো হচ্ছে। এ সময় সেখানে কোন কৃষককে দেখতে পাওয়া যায়নি। ওই সময় সাংবাদিক দেখে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা বিভিন্নভাবে অনুরোধ করে বুঝানোর চেষ্টা করে, এ ধরনের কাজ আর করবেন না। সেখানে উপস্থিত কয়েকজন ব্যবসায়ী এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেনের কাছে গুদামে ৮-১০টি ট্রলি বোঝাই ধানের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে জানাবো। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে জানান, ঘটনার সত্যতা পেয়ে ধান বোঝাই ট্রলি গুলো গুদাম থেকে বের করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হেমন্ত কুমার বর্মনের মুঠোফোনে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, বিষয়টি ÿতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৩৩পিএম/১৯/১/২০২০ইং)