• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড


প্রকাশের সময় : মে ১২, ২০১৭, ৯:৪৭ AM / ৩৫
ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের ৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেও ফাইনালের টিকিট পেয়েছেন ওয়েইন রুনিরা। ওল্ড ট্রাফোর্ডে লালকার্ড দেখেছেন দুদলের দুজন খেলোয়াড়, ইউনাইটেডের এরিক বেইলি ও সেল্টার ফাকুন্দো রনকাগলিয়া। প্রথম লেগে রেড ডেভিলরা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে হোসে মরিনহোর শিষ্যদের জয়টা তাই ২-১ ব্যবধানে।
ইউনাইটেডের ঘরের মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে দুদল উপহার দিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই। যার শেষ পরিণতিতে ড্র করেই ফাইনালে নাম লেখায় স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নির্ভার হতে পারেনি দলটি। কেননা যে কোন মুহূর্তে একটি গোল পেলেই ইউনাইটেডের ফাইনালে ওঠার স্বপ্নকে ধূলিসাৎ করতে পারতো স্প্যানিশ ক্লাব সেল্টা। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে। সুযোগও পেয়েছিল দলটি। ম্যাচ শেষ হওয়ার সাত সেকেন্ড আগে ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়েছিলেন জন গুইদেত্তি। কিন্তু মাত্র ছয় গজ দূর থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি সেল্টার সুইডিশ স্ট্রাইকার।

এর আগে ম্যাচের ১৭তম মিনিটে মিডফিল্ডার মারোয়ান ফেলাইনির গোলে লিড নেয় ম্যানচেস্টার। প্রথম ম্যাচের জয়ের নায়ক মার্কাস র‍্যাসফোর্ডের ক্রসে মাথা ছুঁইয়ে সমর্থকদের উল্লাসে মাতান বেলজিয়ান তারকা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সমতায় ফেরে সেল্টা। আর্জেন্টাইন ডিফেন্ডার রনকাগলিয়া মাপা হেডে পরাস্ত করেন স্বদেশী গোলরক্ষক সার্জিও রোমেরোকে। এর পরপরই দুদলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। ফলাফল হিসেবে রেফারি সরাসরি লাল কার্ড দেখান বেইলি ও রনকাগলিয়াকে।
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ইউনাইটেড কোচ মরিনহো জানিয়েছেন, ‘প্রতিযোগিতায় ১৪টি ম্যাচ খেলার পর আমরা ফাইনালে উঠেছি। যদি আমরা ইউরোপা লিগ জিতি, আমি খুবই খুশি হব। এটা অসাধারণ কিছু হবে।’

আগামী ২৪ মে স্টকহোমের ফাইনালে ম্যানচেস্টারের প্রতিপক্ষ আয়াক্স আমস্টারডাম। বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালের আরেক ম্যাচে অলিম্পিক লিওর কাছে ৩-১ গোলে হেরেছে নেদারল্যান্ডের দলটি। তবে প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফ্রেঞ্চ দল লিওকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আয়াক্স।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৪৫এএম/১২/৫/২০১৭ইং)