• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৯:২৭ PM / ৭৩
আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডের পলাশবাড়ী শাখার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় গম ও ভুট্টা চাষের জন্য সাদুল্লাপুর বাজার এবং ধাপেরহাট বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইক্ষুক্রয় কেন্দ্র মাঠে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের এআইবিএল, ইভিপি ও জোনাল হেড এ.এন.এম মুফিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই বিনিয়োগ বিভাগ-১ এর ইভিপি ও বিভাগীয় প্রধান মো. মনজুর হাসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি মো. সাখাওয়াত হোসেন ও পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান। অন্যান্যদের মধ্যে সাদুল্লাপুর বাজার এজেন্ট ব্যাংকি আউটলেটের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম, প্রান্তিক কৃষকদের মধ্যে আমিনুল ইসলাম, মাহাদুল ইসলাম ও শাহাদাৎ হোসেন মন্ডল প্রমুখ। শেষে সাদুল্লাপুর বাজার এবং ধাপেরহাট বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১শ’ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ করা হয়। ছবি সংযুক্ত