• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

আমাদের কে বাঁচতে দিন…


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০১৮, ৫:২৮ PM / ২৫
আমাদের কে বাঁচতে দিন…

মুহাম্মদ হাসান মাহমুদ : উঠতে, বসতে, হাঁটতে, পড়তে, শুয়ে, খেতে, ওয়াশরুমে, টয়লেটে যে অবস্থায় থাকিনা কেন চারপাশ থেকে একসাথে শত শত মশা সারা শরীরে ঘিরে ধরে| রক্তে রক্তাক্ত হয়ে যায় হাত থেকে শুরু করে শরীরের পোশাক পড়ার পরে যে টুকু জায়গা উন্মুক্ত থাকে সব জায়গা| এমনকি পোষাকের উপরে থেকে ও কামড়ে ধরে থাকে| আর এমন মশা যে মরবে তবু সরবে না, যেন জান দিবে তো রক্ত খাওন ছাড়বে না| এমন ই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর| প্রশাসন এ বিষয়ে খুবই সামান্য তৎপর| নিয়মিত মশার ঔষধ ছিটাচ্ছেন না| অনেক হলে শুধুমাত্র হলের মাঠে ছিটিয়েই চলে যাচ্ছেন, রুমে দিচ্ছেন না| আবার অনেক হলের পাশে পানি চলাচলের জন্য যে ড্রেনগুলো রয়েছে তা নিয়মিত পরিষ্কার করা হয়না, নোংরা এবং পানি বদ্ধ থাকায় মশার ক্রমশ বংশ বিস্তার ঘটে চলেছে| প্রতিদিন বহু শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে| তাই আমাদের বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিন|

লেখক : মুহাম্মদ হাসান মাহমুদ
শিক্ষার্থী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল নং- ০১৯৯৭৩৬০৭৪৪

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:২৭পিএম/২২/১১/২০১৮ইং)