• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

আখতারুজ্জামান ইলিয়াস ও ডারউইনের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৭, ১২:২৩ PM / ৪৭
আখতারুজ্জামান ইলিয়াস ও ডারউইনের জন্ম

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ১২ ফেব্রুয়ারি, ২০১৭, রোববার। ২৯ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪২৯ – হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয় বরণ করে।
১৮১৮ – চিলির স্বাধীনতা ঘোষিত হয়।
১৮৮৯ – লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
১৯১২ – মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

ব্যক্তি
১৮০৪ – জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মৃত্যু।
১৮০৯ – ইংরেজ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইনের জন্ম। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন। ডারউইন সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে এবং তার এ পর্যবেক্ষণটি সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন।
১৯৪৩ – বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম। তার তুমুল জনপ্রিয় রচনার মধ্যে রয়েছে ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) ও ‘খোয়াবনামা’ (১৯৯৬)।
১৯৭৮ – শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের মৃত্যু।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:২২পিএম/১২/২/২০১৭ইং)