• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নার্ভাস ফিল করছে : আমির খসরু


প্রকাশের সময় : মে ১২, ২০১৭, ৭:৫৬ PM / ৪৮
আওয়ামী লীগ নার্ভাস ফিল করছে : আমির খসরু

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির দেওয়া ভিশন ২০৩০ নিয়ে আ. লীগ অসহনীয় নার্ভাস ফিল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার মিলনায়তনে শুক্রবার দুপুরে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল।
আমির খসরু বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিশন, পরিকল্পনা থাকতেই পারে, কিন্তু তার আগে তারা (আওয়ামী লীগ) এটাকে ধাপ্পাবাজি, ভাওতাবাজি বলছে। এসব কথা বলে তারা নিজেদেরকে নিজেরাই বোকা বানিয়েছে। আসলে তারা এই ভিশন নিয়ে অসহনীয় নার্ভাস ফিল করছে।’
বিএনপির ভিশন থেকে আওয়ামী লীগ নেতারা অনেক কিছু শিখতে পারবে দাবি করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আইনের শাসন, রাষ্ট্রের উন্নয়ন করা যায়, সেগুলো আমাদের ভিশনে রয়েছে। দয়া করে ভিশনটি পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের চোখ তো সব সময় পিছনে থাকে।’
বাংলাদেশ এখন যে উন্নয়নে এসে পৌঁছেছে তা বিএনপির সংস্কারের কারনে বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্ত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর অংশের) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৫৫পিএম/১২/৫/২০১৭ইং)