• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের জন্য এটি সতর্ক বার্তা


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০১৭, ২:৩৩ PM / ৫৩
আওয়ামী লীগের জন্য এটি সতর্ক বার্তা

ঢাকারনিউজ২৪.কম:

দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি একটি সতর্ক বার্তা। বিএনপি আর এ সুযোগ পাবে না। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দল হেরেছে কিন্তু সরকার জিতেছে।

ওবায়দুল কাদের আরো বলেন, একটি বড় দল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবিলা করেই আমরা সামনে এগিয়ে যাবো। উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেয়া হবে না।

এসময় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নিলা, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ (পিপিএম), ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইনস্পেক্টর শহিদুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০২.৩৫ পিএম/০১//২০১৭ইং)