• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

৫০ প্রেক্ষাগৃহে ‘মিস্টার বাংলাদেশ’


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০১৮, ৩:২০ PM / ১০২
৫০ প্রেক্ষাগৃহে ‘মিস্টার বাংলাদেশ’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা: ‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’-এই স্লোগান নিয়ে আবু আখতারুল ইমান নির্মিত জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’ আজ শুক্রবার (১৬ নভেম্বর) সারা দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘মিস্টার বাংলাদেশ’-এর পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে মিস্টার বাংলাদেশ হিসেবে হাজির হবেন খিজির হায়াত খান। নায়িকা হিসেবে আছেন শানারেই দেবী শানু। আর ছবিটির প্রযোজক খিজির হায়াত খান নিজেই।

সানুকে এতে দেখা যাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একজন মানবাধিকার চিকিৎসক হিসেবে।

সানু বলেন, ‘জঙ্গিবাদবিরোধী গল্প নিয়ে বাণিজ্যিক এই ছবি আমরা সবাই নিজের দায়িত্ববোধ থেকে করেছি।’

দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটির গল্প তৈরি করা হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

ছবির নির্মাতা আবু আক্তারুল ইমান বলেন, ‘এটা আমার প্রথম কাজ। তাই এর প্রতি আমার ভালোবাসা কতখানি তা বলে বোঝাতে পারব না। আজ আনকাট সেন্সর পাওয়ার খবরে আমি আনন্দে কিচ্ছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আমার পুরো টিমটাকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:২০পিএম/১৬/১১/২০১৮ইং)