• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

১৬ ডিসেম্বর ২০১৮ : মহুয়া বাবর


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০১৮, ৭:৩৭ PM / ৪৮
১৬ ডিসেম্বর ২০১৮ : মহুয়া বাবর

 

বিজয় তুমি একাত্তরের ষোলই ডিসেম্বর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহুবার যুদ্ধ হলেও বাংলাদেশের মতো ভৌগলিক পরিবর্তনের ঘটনা সারা বিশ্বের কাছে এক বিস্ময়কর
আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ নামের এক গৌরবময় মানচিত্রের অধিকার

রাত পোহাতেই প্রভাতফেরী’র শ্লোগানে জনপথ মুখরিত
স্মৃতি সৌধের গ্যালারি সু-সজ্জিত
মানুষের ঢলে, ফুলে ফুলে, পাখির কলতানে প্রকৃতিও যেনো আজ উদ্ভাসিত

মনোমুগ্ধকর কুচকাওয়াজ, সভা সমাবেশ আর দেশাত্মবোধক গান আবৃত্তি’র মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মহান বিজয় দিবস উদযাপন
স্বাধীন দেশের আকাশে শান্তির পায়রা উড়ছে
প্রতিক্ষীত গৌরবমাখা লাল সবুজ পতাকা ধীরে ধীরে উত্তোলন হচ্ছে
করতালি! খুব জোরে করতালি এখন!
আজ সব ভুলে যাই! আজ থেকে হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্ধুত্বের বন্ধন
আজ যে ওরা ভীষণ খুশি! যারা একদিন এ দেশকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ

বিজয় তুমি কি শুধু একটি দিবস
অতীতের ঘটে যাওয়া এক মহা অবিনাশী ইতিহাসকে শ্রদ্ধা জানানোর দিবস
কেনো নয় বর্তমান ও ভবিষ্যৎ এর কাঙ্ক্ষিত স্বপ্নের পরিকল্পনা ও বাস্তবায়ন
ফুলকলি পথকলি ওরা কেউ ভালো নেই
আমাদের কাছে বৃদ্ধ পিতা মাতার নিরাপদ আশ্রয় টুকু কেন নেই
কেনো ছাত্র আন্দোলনের বিষয় হবে নিরাপদ সড়ক চাই!

শাজনীন, তন্বীদের সংখ্যা আর কতো বেড়ে চলবে!
আর কতো ঐশীকে মেনে নিতে হবে নির্জন বাসে মানুষ নামের দানবগুলোর কুৎসিত দৃষ্টি আর নিষ্ঠুর ছোবলের স্বীকার!

বিজয়ের গৌরবে আজ আমরা কি করতে পারিনা এই অঙ্গীকার
মানুষ যেনো তার কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরে আসে
তাই গড়ে তুলি সাবধানতা আর প্রতিরোধ
শিক্ষিকা হবেন মাতৃতুল্য, বাবার আদর্শে শিক্ষক
তিনিই তো হবেন প্রকৃত মানুষ গড়ার কারিগর
জাতি হিসেবে সেদিন হবে আমাদের মানবিকতার সর্বোচ্চ অহংকার
সেদিন আরেকটি বার হবে সকল শহীদের বিজয়
কোটি কোটি জনতার জন্য হবে নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তার বিজয়।