• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

স্বপ্নকে ভালোবাসতে বললেন ‘দার্শনিক’ কোহলি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৭, ১০:৪৫ AM / ৪৫
স্বপ্নকে ভালোবাসতে বললেন ‘দার্শনিক’ কোহলি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘স্বপ্নকে ভালোবাসো, স্বপ্নকে বাঁচিয়ে রাখো। স্বপ্ন বাঁচিয়ে রেখে অক্লান্ত পরিশ্রম করলে সাফল্য আসবেই।’ –কথাগুলো কোন দার্শনিকের নয়। সাফল্যের আকাশ ছোঁয়া ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। শুক্রবার পুনেতে সর্বভারতীয় এক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি। দেশের প্রতিশ্রুতিশীল অ্যাথলেটদের এগিয়ে যাওয়ার প্রেরণা দিতেই এমন মন্তব্য করেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।

২৮ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘অ্যাথলিটদের কাছে আমার পরামর্শ, নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করলে লক্ষ্যে অবশ্যই পৌঁছনো যাবে।’ ভারতীয় অধিনায়ক আরও যোগ করেন, ‘এই মন্ত্র নিয়েই আমি চলি। এই বিশ্বাস নিয়ে বাঁচি যে, জীবনে অর্জন করার কোনও সীমা নেই। এই বার্তা যদি আপনাদের এগিয়ে চলার পথে সাহায্য করে, তবে বারবার একই কথা বলব।’

গত চারটি টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি করে রীতিমতো ইতিহাস গড়েছেন কোহলি। নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের সেরা খেলাই উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি। পুনেতে আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৩এএম/১৮/২/২০১৭ইং)