• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

সিরিয়া উত্তরাঞ্চলে স্কুলে বিমান হামলা


প্রকাশের সময় : মার্চ ২২, ২০১৭, ৭:৫১ PM / ৩১
সিরিয়া উত্তরাঞ্চলে স্কুলে বিমান হামলা

ঢাকারনিউজ২৪.কম:

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের দখলকৃত একটি শহরের কাছের এই স্কুলটিতে গৃহহীনরা অবস্থান করছিল। আজ বুধবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানায়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মঙ্গলবার ভোরে ’ইসলামিক স্টেট জিহাদিদের দখলকৃত রাকা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-মানসুরা শহরের দক্ষিণে এই হামলা চালানো হয়েছে। ’

পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি এই হামলায় ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছেন। এরা রাকা, আলেপ্পো ও হোমসের বাসিন্দা। ’

তিনি আরও বলেন, ‘এখনো ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ’

পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও বলেছে, ‘যে স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেখানে প্রায় ৫০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। ’

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৪৯পিএম/২২//২০১৭ইং)