• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

সন্ত্রাসের কাছে কখনোই নতিস্বীকার করব না: থেরেসা মে


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০১৭, ১০:২২ AM / ৩৬
সন্ত্রাসের কাছে কখনোই নতিস্বীকার করব না: থেরেসা মে

ঢাকারনিউজ২৪.কম:

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, সন্ত্রাসের কাছে কখনোই ব্রিটিশরা নতিস্বীকার করবে না।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এ হামলাকে অশুভ ও কলুষিত হিসেবে উল্লেখ করেছেন। হামলাকারী একজন বলেও নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের সন্ত্রাসী হামলার আশঙ্কার যে সতর্কতা আগেই জারি করা হয়েছিল তা পরিবর্তন করা হবে না।

থেরেসা মে আরও জানান, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা। আজ এটা স্পষ্ট করতে চাই ভবিষ্যতে সহিংসতার মাধ্যমে আমাদের মূল্যবোধকে পরাজিত করার যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।

উল্লেখ্য,বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারীসহ ৫ জন নিহত হয়।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.১৯এএম/২৩//২০১৭ইং)