• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

শূন্য হাত


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২০, ১২:০৯ PM / ৩৮
শূন্য হাত

আবু নাসির

______________________________________________

তুমি তো এতো ছিলে না পাষাণ
আজ কেন এমন হলে!
চোখে কি ছিলো গোঁধুলীর নেশা
সরাব পানে করে সব হারালে।
পূণ্য স্নান বৃথা হলো তোমার
আবার শুরু করো প্রথম থেকে
হয়তো পাবে না খুঁজে তার দেখা
কেন দিলে চোখে পর্দা ঠুকে।
মুসাফির হয়ে জেঁকে বসলে
লোভের পুকুরের বাঁধানো ঘাটে?
ভাঙ্গলে হাট যেতে হবে ফিরে
পুঁজি কিছুই নিলে না ঘটে।
এতোই চেয়েছিলে তুমি যা পেতে
তাই ফিরতে হচ্ছে শুন্য হাতে
হাতড়াতে হবে, করবে হা হুতাস
একলা পথে আঁধার রাতে।।