• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

শতশতাব্দি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২০, ৩:৫৮ PM / ৩৮
শতশতাব্দি

সালমান আবির

_________________________________________________

আমায় একটু বলবে প্রিয়তম ভালোবাসা কেমন হয়?
বলবে কি তুমি আমায় কিভাবে ভালোবাসবো তোমায়?
আমি বিন্দু মাত্র ভালোবাসতে জানি না
কেবল জানি প্রতিটা মূহুর্ত তোমাকে ভাবতে

ভালোবাসতে আমি সত্যিই পারি না প্রিয়
শুধু অজস্র কাব্য লিখতে পারি তোমাকে নিয়ে,
আমি দামি দামি উপহার দিয়ে বলতে জানি না ভালোবাসি,ভালোবাসি
কেবল জানি বকুল ফুলের মালা তোমার খোপাতে জরাতে আর রাস্তার পাশে জন্মানো লতাপতার নূপুর তোমার পায়ে বেঁধে দিয়ে নির্লজ্জের মতো তোমার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে

বিশ্বাস করো আমি সত্যিই ভালোবাসতে জানি না প্রিয়
একটু কি শিখাবে আমায় কিভাবে ভালোবাসবো তোমায়,

আমি যে সত্যিই ভালোবাসা বুঝি না
শুধু এতোটুকু বুঝি তোমার জন্য আমার বুকের বামপাশটাতে মায়ার একটা প্রাসাদ আছে
আর আছে তোমার জন্য বিন্দু বিন্দু করে জমিয়ে রাখা তীব্র অনূভুতি

কি করবো বলো প্রিয়তম আমি যে এখনও ভালোবাসতে জানি না
কেবলই তোমাকে নিয়ে ভাবতে জানি
আর জানি স্বপ্ন সাজাতে
তোমার আমার স্বপ্ন আমাদের স্বপ্ন

ভালোবাসা যে কি প্রিয় আমি সত্যি জানি না
শুধু এটা জানি তোমাকে জরিয়ে শতশতাব্দি
বাঁচতে চায় বাঁচতে চায় বলে চিৎকার করতে,
আর বুঝি তোমাকে নিয়ে বেঁচে থাকার আমার তীব্রআকাঙ্খা
আমি যে ভালোবাসতে জানিনা প্রিয়তম
একটু বলবে আমায় কি ভাবে ভালোবাসবো তোমায়।