• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

রফিক সুলায়মানের কলাম…


প্রকাশের সময় : জুন ৪, ২০১৮, ৫:২০ PM / ৪২
রফিক সুলায়মানের কলাম…

নজরুল তাঁর রচিত গ্রন্থ কোন কোন হিন্দুকে উৎসর্গ করেছিলেন

[আমি কেন এই তালিকাটি করলাম? – আজকাল কেউ কেউ নজরুলের নামাংকিত প্রতিষ্ঠানে বসে তীব্র হিন্দু-সংখ্যালঘু বিদ্বেষী মন-মানসিকতা পোষণ করছেন। কেউ কেউ আবার সেগুলো এনডোর্সও করছেন। তারা যেন কবির দৃষ্টিভঙ্গী থেকে বিচ্যুত না হন, তাই এই প্রয়াস।]

১। অগ্নিবীণা – ভাঙা বাঙলার রাঙাযুগের আদি পুরোহিত, সামগ্রিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষ, শ্রী শ্রী চরনার বিন্দ্রেষু
২। চিত্তনামা – মাতা বাসন্তী দেবীর শ্রী শ্রী চরনাবিন্দে
৩। সর্বহারা – ‘মা’ (বিরজা সুন্দরী দেবী)’র শ্রী চরনাবিন্দে
৪। চক্রবাক – বিরাট প্রাণ, কবি, দরদী- প্রিন্সিপাল শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মৈত্র শ্রী চরণাবিন্দ্রেষু
৫। বাঁধনহারা –
সুর-সুন্দর শ্রী নলিনী কান্ত সরকার করকমলেষু,
বন্ধু আমার! পরমাত্মীয়! দুঃখ-সুখের সাথী
তোমার মাঝারে প্রভাত লভিল আমার তিমির রাতি।
৬। ব্যথার দান – [উৎসর্গ পত্রে কোন এক মানসীর কথা উল্লেখ করেছেন। তবে কেউ কেউ মনে করেন এই মানসী জনৈকা স্বর্নলতা গঙ্গোপাধ্যায়]
৭। বুলবুল – ডি এল রায়ের ছেলে দিলীপ কুমার রায়কে এই গ্রন্থটি উৎসর্গ করেন। প্রতিভা বসু লিখেছেন, আমাদের সময় তিন জনের নাম সর্বাধিক শোনা যেত এক রাজনীতিতে নেতাজী সুভাষ বসু, কবিতা ও সাহিত্যে কাজী নজরুল ইসলাম এবং গানে দিলীপ কুমার রায়।
৮। সঞ্চিতা – বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরকে
৯। নজরুল গীতিকা – তিনি এই গ্রন্থটি তাঁর গানের শিল্পীদের উৎসর্গ করেছিলেন। অল্প দুয়েকজন বাদে সবাই হিন্দু শিল্পীই ছিলেন।
১০। চন্দ্রবিন্দু – পরম শ্রদ্ধেয় শ্রী মদ্দা ঠাকুর- শ্রীযুক্ত শরৎচন্দ্র পন্ডিত মহাশয়ের শ্রীচরণ কমলে। [শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে]
১১। গুলবাগিচা – স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’র স্বত্বাধিকারী আমার অন্তরতম বন্ধু শ্রী জিতেন্দ্রনাথ ঘোষ অভিন্ন হৃদয়েষু।
১২। গানের মালা – পরম স্নেহভাজন শ্রীমান অনিল কুমার দাস কল্যানীয়েষু।
১৩। ঝিঙেফুল – বীর বাদলকে।
[ কোন এক অজ্ঞাতকারণে বাল্যবন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়কে কোন গ্রন্থ কবি উৎসর্গ করেন নি।]
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:০৫পিএম/৪/৬/২০১৮ইং)