• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে মৌ-চাষ : সরকারের সহযোগিতা কামনা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২০, ১১:১৩ PM / ৩৪
মুন্সিগঞ্জে মৌ-চাষ : সরকারের সহযোগিতা কামনা

মহসিন রেজা, মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে মৌ-চাষ, সরকারের সহযোগিতা কামণা, উৎপাদন বেশি থাকলেও বিক্রি কম হওয়ায় লোকশানে মধুচাষীরা মৌ-চাষে এক সময় সফলতা পেয়েছেন অনেকে। বিভিন্ন মৌসুমে নানা ফুলের মধু সংগ্রহে এক এলাকা থেকে অন্য এলাকা এবং কি এক জেলা থেকে অন্য জেলায় চলে যান খামারিরা। বর্তমানে মধু উৎপাদন বেশি থাকলেও, বিক্রি কম হওয়ার কারণে লোকশান গুনছেন মধু চাষীরা। সহজে বাজার জাত বা বোতল জাত করতে পারছেন না তারা। বিএসটিআইসহ নানা জটিলতার কারণে এখন অনেক মৌ-খামারিরা বিপাকে। তাই তারা সরকারের সহযোগিতা কামণা করেছেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১২পিএম/২/২/২০২০ইং)