• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

মিথ্যের বড়াই


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২০, ১:০৫ PM / ৩৩
মিথ্যের বড়াই

ওসমান গণী

________________________________________

অনেক পথ এখনো হয়নি দেখা
আজ ও অনেক পথ অপরিস্কার,
কত পথ আছে আজও অসম্পূর্ণ
সবটাকেই করতে হবে সংস্কার!

আসা যাওয়ার মাঝে সবাই
ব্যস্ত তাই নিজ নিজ কাজে,
ভুল ত্রুটিগুলো কোথায় লুকিয়ে
কেইবা দেখছেন তা খুঁজে!

অডেল সম্পদ আছে কত জনের
তবুও যেন চাওয়ার অন্ত নাই,
কত পেলে মিটবে তাদের ক্ষুধা
সে কথাটি ভেবে দিশা নাহি পাই!

চেয়ে দেখো নয়নমেলে
শাসন শোষণ করছে কারা,
কতো কিছু আজও অবহেলিত
কেউতো বলছেনা একটু দাঁড়া !

অসমাপ্ত আর রবে কতকাল
সকল দিকের ঘটাও বিকাশ,
মিলেমিশে করো সবাই কাজ
থাকবেনা আর কোন অবকাশ !

ফাঁকি বাজিতে চলছে সমাজ
করছে না কেউ কোন কাজ
আমাদের ক্ষতি করছি আমরা
তবুও থাকছে না কোন লাজ!

আলোচনা অগ্রগতি হচ্ছে না কোন গতি
ভাবছি এবার বুঝি হবে জয়,
কাজের বেলায় দেখি অষ্টরম্ভা
শুধু সবকে করছি দেশের ক্ষয় !

ফাঁকি বাজিতে ভরেছে দুনিয়া
চলছে যেন ফাঁকি বাজির লড়াই,
দেশের সেবা ক’জন করে
তবুও সবাই করে মিথ্যে বড়াই!