• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

মালিবাগে শিশুদের মাঝে কৃমিনাশক ঔষধ ও ঈদের পোশাক বিতরণ


প্রকাশের সময় : জুন ৮, ২০১৮, ৮:৫০ PM / ৩৯
মালিবাগে শিশুদের মাঝে কৃমিনাশক ঔষধ ও ঈদের পোশাক বিতরণ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : “হাসি” ও ‘পথ শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ এর যৌথ আয়োজনে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্প সংলগ্ন বস্তির ১০০(একশ) সুবিধা বঞ্চিত শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন ও ঈদের নতুন পোশাক দান করা হয়েছে। এতে কৃমিনাশক ঔষধ প্রদান করেছেন মাহমুদ রাশেদ মুজাহিদ ও সজর রহমান।

“হাসি” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নয়ন ওঝা, দেশবাসির কাছে অনুরোধ করে বলেন, ঈদের আনন্দ ও খুশি ব্যাক্তিগত ভাবে না করে, সমাজের ছোট বড় পথশিশুদের ও সুবিধা বঞ্চিতদের সাথে, ঈদের আনন্দ ভাগাভাগি করলে এবং একটি নতুন পোশাক কিংবা কিছু সেমাই, অথবা শিক্ষা সামগ্রী, যতটুকু সম্ভব ততটুকু নিয়ে পাশে দাঁড়ালে ওরাও সুন্দর একটি ঈদ উদজ্জাপন করতে পারবে। ঈদ উপলক্ষে পথশিশু ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেমাই, দুধ, চিনি ইত্যাদি ঈদের আগেই “হাসি” কতিৃক বিতরন করা হবে, চাইলে আপনিও সহযোগিতা করতে পারেন। যোগাযোগ : ০১৭১৪-৮২৩৭৬৬। নয়ন ওঝার পক্ষ থেকে লাবন্য শিকদার, আনন্দী হালদার, দেবা মন্ডল, অনিক, ফাহাদ, শাহিন ও পল্লবী রায় কে ধন্যবাদ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৪৬পিএম/৮/৬/২০১৮ইং)