• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

আবারও প্রকাশ পেল তরুন কবি সাহেদ হাসান ইমনের ‘পুনরাবৃত্তি’।


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০১৮, ১২:০৩ AM / ৫৪
আবারও প্রকাশ পেল তরুন কবি সাহেদ হাসান ইমনের ‘পুনরাবৃত্তি’।

ইমন বালী ,ঢাকা ঃ আবারও প্রকাশ পেল তরুন কবি সাহেদ হাসান ইমনের ‘পুনরাবৃত্তি’।

 উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই ছাত্রও তার মনের ভাষা বা কাব্যকে লেখালেখির মাধ্যমে কবিতার রূপ প্রদান করেছে । সাহেদ হাসান ইমন (১৮) উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে এক সুন্দরী রমনিকে দেখে তার এই প্রতিভার উপলদ্ধি হয়েছে।তার এই প্রতিভাকে প্রকাশে সহায়তা করছে “প্রীতি সমাজ উন্নয়ন পাঠাগার”। এছাড়াও সার্বিক সহযোগিতায় রয়েছে www.dhakarnews24.com(ঢাকারনিউজ২৪.কম)। নিম্নে তার লেখা একটি কবিতার নিম্নরূপ——-

পুনরাবৃত্তি ——

ইতিহাস আজ হাটছে সে পথে,
দেখেকি লাভ পুরনো সে এলবাম।
ছবি গুলি আজ মুত্র হয়েছে,
অমুত্র স্রিতি চারনের কেন আহবান।

আকাশের সেই মুক্ত পাখি আবার-
গংচিলের থাবলে।
প্রকৃতির সেই নিষ্টুর রূপ-
পুনরায় ফিরে এসেছে।
তবে দেখতে বারন
সজীব পত্রখরন-
হেয়েছে রজ্ঞিত সড়কে,
ভরন পোষন হয়েগেছে তার,
অসবুজ পাতার বিপরিতে।
প্রকৃতির বিপক্ষে রুখে দাড়ালে
রোক পরবে মাতৃ হাসিতে!

আবারো জাহাজ ঝড়ের কবলে,
তবে ক্যাপটিন আছে অচিন শহরে,
কেইবা জাহাজ এর ভাড় তুলবে!
সমুদ্রটাও ফুলে উঠেছে-
পৈচাশীক ভাব তার দৃষ্টিতে!
নিষ্টুরতার প্রমান দিচ্ছে-
গর্জনশীল জাহাজ বর্জন করে।
প্রকৃতির সেই নিষ্টুর রূপ-
পুনরায় ফিরে এসেছে।
তবে দেখতে বারন,
সব গুজ্ঞন!
বিদ্ধস্ত জাহাজের।
ঐশীধারী প্রকৃতি ভাড়ী
যাবে কে তাকে রুখতে?
অাকাশ থেকে সে ঘুড়িটা
মাটির নিচে ঘর বাঁধবে!