• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

৯৭-৯৯ ব্যাচের পল্লবীর বন্ধুদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০১৯, ১২:৪৩ PM / ৮০
৯৭-৯৯ ব্যাচের পল্লবীর বন্ধুদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ফয়সল বিন সিদ্দিক, ঢাকা : রাজধানীর পল্লবী থানাধীন কালসীতে গত শুক্রবার রাতে আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীর সাহায্যে এগিয়ে এসেছে Pallabi- The Silky Breeze of Dhaka নামে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা বন্ধুদের একটি গ্রুপ। আগুনে পুড়ে যাওয়া গরিব অসহায় শিশু, নারী, বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দুর করার চিন্তা করে দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন উদ্দেশ্যে নিজেদের উদ্যোগে শীতার্তদের মাঝে মুড়ি, কম্বল, শীত বস্ত্র ও আগুনে ক্ষতিগ্রস্ত একশ পরিবারের ৪০০ সদস্যের রাতের খাওয়ার ব্যবস্থা করে।

এই বিষয়ে Pallabi- The Silky Breeze of Dhaka এর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান জানান, Pallabi- The Silky Breeze of Dhaka হলো পল্লবীতে বসবাসরত ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা বন্ধুদের একটি গ্রুপ। গত শুক্রবার রাতে কালসীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সম্পূর্ণ নিজেদের বন্ধুদের থেকে সাহায্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতে যে কোন ভাল কাজের সাথে Pallabi- The Silky Breeze of Dhaka এর সদস্যরা থাকবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪০পিএম/৩০/১২/২০১৯ইং)