• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

মহীতোষ গায়েনের ‘ভালোবাসার আপেক্ষিক রূপ’


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২২, ৯:২০ AM / ৪৭
মহীতোষ গায়েনের ‘ভালোবাসার আপেক্ষিক রূপ’

______________________________________________________

আমরা ভালোবাসা ভালোবাসা বলে
এত যে বড়াই করি,আদৌ তার কি
কোন সারবত্তা আছে ? সম্ভবত নেই।

আসলে ভালোবাসা আপেক্ষিক,তুমি
যতদিন কাউকে কিছু দিতে পারবে
ততদিনই তা জীবিত,না হলে তা মৃত।

স্বার্থ ফুরোলে ভালোবাসা আটপৌরে
হয়ে হয়ে,যেটুকু অবশিষ্ট থাকে তা মায়া;
আমরা মায়ার বন্ধনকে বলি ভালোবাসা।

মানুষ পৃথিবীতে একা আসে,আবার
তাকে একা একাই চলে যেতে হয় ;
এই দীর্ঘ পথে দায়িত্ব,কর্তব‍্য অবশিষ্ট থাকে।

যখন তুমি বিপন্ন হবে,বিপর্যয় কুরে কুরে খাবে,
তখন ভালোবাসা ও স্বার্থের সময়,তার রূপ ভিন্ন,
ভালোবাসা আসলে রূপান্তরিত শালগ্রাম শিলা।