• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১২ অপরাহ্ন

ভিয়েতনামে বন্যা-ঘূর্ণিঝড় : নিহত ২০


প্রকাশের সময় : জুলাই ২২, ২০১৮, ১২:০১ PM / ৪০
ভিয়েতনামে বন্যা-ঘূর্ণিঝড় : নিহত ২০

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভিয়েতনামে মৌসুমী ঝড় সন তিনের আঘাত এবং প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে ১৬ জন। আর আহত হয়েছে ১৪ জন। দেশটির উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মৌসুমী ঝড় সন তিন দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানার পর প্রবল বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। এতে রাজধানী হ্যানয় প্লাবিত হয়ে যায়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থপনা বিভাগ বলেছে, ঝড় ও বন্যায় পাঁচ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮২ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং দেশব্যাপী ১৭ হাজার গবাদিপশু মারা গেছে।

শনিবার এক বিবৃতিতে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, আগামী সপ্তাহজুড়েই প্রবল বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:০০পিএম/২২/৭/২০১৮ইং)